প্রশ্ন: অর্থনীতির জনক কে?
উ: এডাম স্মিথ।
প্রশ্ন: আধুনিক অর্থনীতির জনক কে?
উ: পল স্যামুয়েলসন।
প্রশ্ন: গণতন্ত্রের জনক কে?
উ: জন লক।
প্রশ্ন: অপরাধ বিজ্ঞানের জনক কে?
উ: লোবাসো।
প্রশ্ন: 'যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন' কার উক্তি?
উ: হিটলার।
প্রশ্ন: 'আইন হলো পক্ষপাতহীন যুক্তি' কার উক্তি?
উ: এরিস্টটল।
প্রশ্ন: 'গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা' কার উক্তি?
উ: লর্ড ব্রাইস।
প্রশ্ন: 'কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে' উক্তিটি কার?
উ: শেক্সপীয়ার।
প্রশ্ন: 'সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়' কার উক্তি?
উ: লেলিন।
প্রশ্ন: 'তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দান করবো' কার উক্তি?
উ: নেপোলিয়ন।
প্রশ্ন: 'Imagination is more important than knowledge' কার উক্তি?
উ: আইনস্টাইন।
প্রশ্ন: 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' কার উক্তি?
উ: বেনজামিন ফ্রাঙ্কলিন।
প্রশ্ন: 'গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা' কার উক্তি?
উ: লর্ড ব্রাইসের।
প্রশ্ন: 'আইন হলো পক্ষপাতবিহীন যুক্তি' কার উক্তি?
উ: এরিস্টটল।
প্রশ্ন: 'সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা' কার উক্তি?
উ: ম্যাকাইভার।
প্রশ্ন: 'আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও' কার উক্তি?
উ: প্যাটরিক হেনরি।
প্রশ্ন: 'সমাজবিজ্ঞান হবে একটি নিরপেক্ষ বিজ্ঞান' কার উক্তি?
উ: ওয়েবারের।
প্রশ্ন: 'Democracy is a government, of the people, by the people for the people' কার উক্তি?
উ: আব্রাহাম লিংকনের।
প্রশ্ন: 'আমি দুর্ভাগ্যকে স্বাগত জানাই কারণ দুর্ভাগ্যের পরই সৌভাগ্য আছে' উক্তিটি কার?
উ: আরনল্ড টমাস।
প্রশ্ন: 'জনকল্যাণের অভিমতই ঈশ্বরের অভিমত' কার উক্তি?
উ: রুশোর।
প্রশ্ন: 'উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে' উক্তিটি কার?
উ: কার্লমার্কস।
প্রশ্ন: 'নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়' কার উক্তি?
উ: উইলোবী।
প্রশ্ন: 'গণতন্ত্র উত্তম শাসনব্যবস্থার শিক্ষাদান করে' উক্তিটি কার?
উ: গেটেল।
প্রশ্ন: 'রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে' উক্তিটি কার?
উ: গার্নার।
প্রশ্ন: 'ঈশ্বর না থাকলে তাঁকে বানাতে হতো, কিন্তু প্রকৃতি বলছে ঈশ্বর আছে' উক্তিটি কার?
উ: ভলটেয়ার।
প্রশ্ন: 'I die, you to live; Which is better only God knows' উক্তিটি কার?
উ: সক্রেটিস।
প্রশ্ন: 'পার্বত্য ভূমি স্বাধীনতার অনুকূলে নয়' উক্তিটি কার?
উ: মন্টেস্কু।
প্রশ্ন: 'উত্থান, উন্নতি ও অবনতি সমাজ পরিবর্তনের ধারা' উক্তিটির প্রবক্তা কে?
উ: ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উ: এরিস্টটল।
প্রশ্ন: 'Principles of Economics' কার বিখ্যাত গ্রন্থ?
উ: অধ্যাপক মার্শালের।
প্রশ্ন: 'মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়' এই উক্তির প্রবক্তা কে?
উ: রুশো।
প্রশ্ন: 'নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে' কার উক্তি?
উ: গ্রেসামের।
প্রশ্ন: 'রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল' কার উক্তি?
উ: এরিস্টটল।
প্রশ্ন: 'যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু' কার উক্তি?
উ: এরিস্টটল।
প্রশ্ন: 'জনসাধারণই সার্বভৌম অধিকারী' উক্তিটি কে করেছেন?
উ: রুশো।
প্রশ্ন: 'Give me blood and I promise you freedom.' কার উক্তি?
উ: নেতাজী সুভাষচন্দ্র বসুর।
প্রশ্ন: 'আইন রাষ্ট্রের ঊর্ধ্বে' কার উক্তি?
উ: লাস্কি।
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাই সভ্যতার একমাত্র রক্ষা কবচ' উক্তিটি কার?
উ: জর্জ বার্নার্ড শ।
প্রশ্ন: 'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই' কার উক্তি?
উ: জন লকের।
প্রশ্ন: 'জীবন ও পরিবেশ অত্যন্ত ঘনিষ্ঠ' কার উক্তি?
উ: ম্যাকাইভার।
প্রশ্ন: 'পরিবার নাগরিকের বৃহত্তর জীবনের আদর্শ শিক্ষা কেন্দ্র' কার উক্তি?
উ: মেকেনজির।
প্রশ্ন: 'ক্ষমতা মানুষকে নীতিগ্রস্ত করে কিন্তু চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে' উক্তিটি কার?
উ: বার্ট্রান্ড রাসেল।
প্রশ্ন: 'There is no opposition there is no democracy' কার উক্তি?
উ: আইভর জেনিংসের।
প্রশ্ন: 'অর্থ হলো পুঁজিবাদের হাতে শ্রমিক শোষণের একটি হাতিয়ার' উক্তিটি কার?
উ: কার্ল মার্কস।
প্রশ্ন: 'অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি' কার উক্তি?
উ: রুজভেল্ট।
প্রশ্ন: 'গণতন্ত্র হল আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার' উক্তিটি কার?
উ: বার্কার।
প্রশ্ন: 'আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী' উক্তিটি কার?
উ: স্পেন্সার।
প্রশ্ন: 'সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক' উক্তিটি কার?
উ: দার্শনিক কান্ট।
প্রশ্ন: 'Virtue is knowledge and Education is the main thing to aquire virtue' কার দর্শনের মূলকথা?
উ: প্লেটো।
প্রশ্ন: 'দারিদ্র্য বিমোচনে ব্যর্থ হয়েছে' উক্তিটি কার?
উ: ড মুহম্মদ ইউনূস।
প্রশ্ন: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উ: নিকোলার ম্যাকিয়াভেলী।
প্রশ্ন: সমাজ বিজ্ঞানের জনক কে?
উ: অগাস্ট কোঁৎ।
প্রশ্ন: 'মানুষ সামাজিক জীব' উক্তিটি কার?
উ: এরিস্টটলের।
প্রশ্ন: 'Property is Theft' উক্তিটি কার?
উ: পিয়ারী জোসেফ প্রুধার।
প্রশ্ন: 'মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক' উক্তিটি কে করেছেন?
উ: হবস।
প্রশ্ন: 'এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গতও নয়' কার উক্তি?
উ: মুসোলিনী।
প্রশ্ন: 'মানবসমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস' উক্তিটি কে করেছেন?
উ: কার্ল মার্কস।
প্রশ্ন: 'সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন' কার উক্তি?
উ: জন মিল।
প্রশ্ন: 'জনমত আইনের অন্যতম উৎস' কার উক্তি?
উ: ওয়ার্ল্ডহেইম।
প্রশ্ন: 'Impossible is a word to be found in a fool's dictionary' কে বলেছিলেন?
উ: নেপোলিয়ন।
প্রশ্ন: 'শাসক যদি হয় ন্যায়বান তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ন হয় তাহলে আইন নিরর্থক' কার উক্তি?
উ: প্লেটোর।
প্রশ্ন:'রাষ্ট্রই দুর্নীতির আখড়া' কার উক্তি?
উ: নৈরাজ্যবাদ।
প্রশ্ন: 'বল নয়, সম্পত্তিই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি' কার উক্তি?
উ: টি. এইচ. গ্রীন।
প্রশ্ন: 'রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস পাঠ মূল্যহীন আর ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন' কার উক্তি?
উ: জন সিলি।
প্রশ্ন: 'ভোটাধিকার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার, এটা জন্মগত অধিকার নয়' কার উক্তি?
উ: হেনরী মেইন ও লেকীর উক্তি।
প্রশ্ন: 'A country is poor because it is poor' কার উক্তি?
উ: অধ্যাপক নার্কস।
প্রশ্ন: 'বল শক্তি এবং লোভ লালসা মানুষের মধ্যে জন্মগতভাবে অসমভাবে বণ্টিত' কার উক্তি?
উ: এরিস্টটল।
প্রশ্ন: 'লাভ বা মুনাফা হলো উদ্যোক্তার মজুরি' কার উক্তি?
উ: মার্শাল।
প্রশ্ন: 'মুনাফা হলো উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার' কার উক্তি?
উ: অধ্যাপক মার্শাল।
প্রশ্ন: 'অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয়' উক্তিটি কার?
উ: লাস্কির।
প্রশ্ন: আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন' কার উক্তি?
উ: ফাইনার।
প্রশ্ন: 'সংসদীয় সরকার জনমত দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা' উক্তিটি কার?
উ: জেনিংস।
প্রশ্ন: 'Culture is what we are and civilization is what we use or have' উক্তিটি কার?
উ: ম্যাকাইভারের।
প্রশ্ন: 'Workers of the world unite' উক্তিটি কার?
উ: কার্ল মার্কস।
প্রশ্ন: 'Justice delayed is Justice denied' উক্তিটি কার?
উ: Glad Stone।
প্রশ্ন: 'সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান' উক্তিটি কার?
উ: এরিস্টটলের।
প্রশ্ন: 'জনসংখ্যা জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়' উক্তিটি কার?
উ: থমাস ম্যালথাসের।